আজ ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চুরি ডাকাতি সহ সকল অপরাধ নিয়ন্ত্রণে পাকুন্দিয়ায় সিসি ক্যামেরা স্থাপন 

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বাজার অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই পাকুন্দিয়া পৌর বাজারের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানোর দাবী করে আসছিলেন পৌর বাজারের ব্যবসায়ীরা। সেই দাবীর পরিপ্রেক্ষিতে অবশেষে অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারী (পিএস) সারোয়ার আলম ১০ লাখ টাকা ব্যায়ে পৌর বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানোর ব্যাবস্থা করে দেন।

প্রথম ধাপে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে প্রায় ৪৫টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা। এতে চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় ব্যবসায়ীরা।
এদিকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগানোতে খুশি পৌর বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, পৌর বাজারের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা অনেক উপকারে আসবে। তাছাড়া পৌর মেয়র ও পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষনিক মনিটরিং করলে বাজার এলাকায় যানজটও কমে আসবে।
পাকুন্দিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী নাজমুল হক জিসান বলেন, দীর্ঘদিন ধরে পৌর বাজারের ব্যবসায়ীদের দাবী ছিল সিসি ক্যামেরা বসানোর। সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হলে বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকবে। আর এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে আসবে। পৌর বাজারের ব্যবসায়ীদের কথা চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টার প্রাইভেট সেক্রেটারী সারোয়ার আলম স্যারের এ উদ্যোগে সবাই তাঁর প্রতি কৃতজ্ঞ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, এই সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর বাজারে কোনরকম অনাকাঙ্খিত ঘটনা ঘটলে পুলিশ সহজেই অপরাধীদের খুঁজে বের করতে পারবে। সেই সাথে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category