আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে কর্মী সম্মেলন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২০ বছর পর বৃহৎ পরিসরে দুই লক্ষাধিক লোকের সমাগমে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জমায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।
কর্মী সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতের জেলা শাখা।
২৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় জেলা পাবলিক লাইব্রেরীর হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
তিনি জানান, দীর্ঘ ২০ বছর পর আগামী শনিবার ৩১মে সকাল ৯টায় পুরাতন স্টেডিয়ামে (কিশোরগঞ্জে) অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের কর্মী সম্মেলন।
এই কর্মী সম্মেলনকে ঘিরে সারা জেলার জামায়াতে ইসলামীর কর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে এক প্রাণের সঞ্চার। সম্মেলনকে স্বাগত জানিয়ে জেলা শহরের প্রত্যেকটি প্রবেশপথ সহ শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে মনোরম সুন্দর তোরন।
সেই সাথে জামায়াতে ইসলামীর কর্মীরা প্রত্যেকটি উপজেলা ও জেলা শহরে প্রতিদিন বিভিন্ন সময়ে স্বাগত মিছিল, গণসংযোগ, পোস্টারিং, লিফলেট বিতরণ ও প্রচার মাইকিং চালিয়ে যাচ্ছে।
স্টেডিয়ামের ভিতরে মঞ্চ তৈরীর কাজও চলছে পুরো দমে। জেলা শহরের অলিগলিতে ইতিমধ্যে বিভিন্ন দেয়ালে করা হয়েছে দেয়াল লিখন। জেলা শহর জুড়ে সৃষ্টি হয়েছে এক অন্যরকম আমেজের।
ইতিমধ্যেই সম্মেলনকে সফল করার জন্য দলের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে, তারা আমাদের সহযোগিতা করছে। সেইসাথে বিভিন্ন রাজনৈতিক দলও আমাদের সম্মেলন সফল করার জন্য পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে। আমরা আশাবাদী দুই লক্ষাধিক লোকের সমাগম হবে এই সম্মেলনে। সম্মেলনকে সুশৃংখল ও সুন্দরভাবে পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে আমাদের বিশাল এক ভলান্টিয়ার বাহিনী।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা আমীর। সম্মেলনকে সফল করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভুইয়া, কিশোরগঞ্জ ৩ আসনের মনোনীত বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডাক্তার জিহাদ খান, কিশোরগঞ্জ ৪ আসনের এডভোকেট রুকন রেজা শেখ, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ শহর শাখার আমির আ ম ম আব্দুল হক, জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, সদর উপজেলা আমীর মাওলানা মোঃ নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের অফিস সম্পাদক  মাওলানা এ,কে,এম সানাউল্লাহ, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুন উপস্থিত ছিলেন।
জানা যায়, উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড.মাওলানা মোঃ সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি  ড.শফিকুল ইসলাম মাসুদ সহ আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category