নিকলী প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় নিকলী উপজেলা পরিষদ হল রুমে নিকলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, ,উপজেলা মৎস অফিসার মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাদ্দাম হোসেন।
এসময় উপজেলা হিসাব রক্ষণ অফিসার
বাবুল কুমার দে, উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী, ইউ ডি এফ দুর্গা রাণী সাহা, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন, বিভিন্ন মসজিদের ইমাম, উপজেলা সকল সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply