আজ ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালাচ্ছিল ভুয়া পুলিশ

আল আমিন, মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর সাহেপ্রতাপ সড়কে সিগন্যাল দিয়ে থামিয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সোহেল পাটোয়ারী নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) বিকালে মাধবদী এলাকা হতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাকে আটক করে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম।

আটক সোহেল পাটোয়ারী রাজবাড়ি জেলার নাজমুল পাটোয়ারির ছেলে ও সাসপেন্ড হওয়া সাবেক পুলিশ সদস্য।

নরসিংদী ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন জানান, সদর থানার সাহেপ্রতাব এলাকায় মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট শোভন। বিকাল পৌণে ৩ টার দিকে ৩ জন ছেলে এসে তার কাছে জানতে চান এখানে সোহেল নামে কোন পুলিশ ডিউটি করছেন কী না? এসময় সোহেল নামে ট্রাফিক বিভাগে কোন সদস্য নেই বলে জানালে ভুক্তভোগী যুবকরা জানান, সোহেল নামে পুলিশের পোশাক পরিহিত একজন তাদের সিগন্যাল দিয়ে থামিয়ে চাবি নিয়ে কালো রং এর পালসার মোটরসাইকেল চালিয়ে নিয়ে অজানা দিকে চলে গেছেন।

এসময় বিস্তারিত জেনে সার্জেন্ট শোভন সাথে সাথে ঘটনাটি তিনটি স্থানে কর্মরত ট্রাফিক ও পুলিশ অফিসারদের অবহিত করেন। পরে মোটরসাইকেল মালিক শাহিনকে সার্জেন্ট শোভন তার মোটরসাইকেলের পিছনে বসিয়ে মাধবদীর দিকে রওয়ানা দেন। পরে মাধবদী থেকে টিএসআই নইমুর ও তার সঙ্গীয় ফোর্স পুলিশের ইউনিফর্ম পরা সোহেল নামের ওই ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে সে পুলিশে কর্মরত ছিল, সে বর্তমানে বরখাস্ত। এ ঘটনায় মাধবদী থানায় মামলা করে সোহেল পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category