আজ ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকুন্দিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তিন স্কুলছাত্রী মৃত্যু

এম এ হান্নান পাকুন্দিয়া প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া ইউনিয়নে চরটেকী গার্লস হাইস্কুলের দুই শিক্ষার্থী বজ্রপাতে নিহত হয়।

জানা যায় আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার চরটেকী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫)একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫)।
বোরহান উদ্দিন মেয়ে বর্ষা (১৫)
তারা তিনজনেই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আজ দুপুরে ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝড়বৃষ্টির কবলে পড়ে ওই দুই শিক্ষার্থীসহ আরো একজন এ সময় ভিপি আব্দুল হাকিম এর বাড়ির সামনে ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামরুল হাসান বলেন, স্কুল ছাত্রী তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। আহত বর্ষা নামে একজনকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ওসি মো.সাখাওয়াৎ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category