আজ ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে স্কটল্যান্ডে বিএনপির ইফতার ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্কটল্যান্ডে বিএনপির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্কটল্যান্ড বিএনপির আয়োজনে অত্যন্ত ভাব গাম্ভীর্যের মাধ্যদিয়ে স্কটল্যান্ড এর রাজধানী এডেনবড়ায় বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে স্কটল্যান্ড বিএনপি নেতা আহমদ আলী জুবুর সভাপতিত্তে ও আবু মিরনের পরিচালনায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রফিকুল ইসলাম, আবুল হাসানাত, দীন মোহাম্মদ, নাসিম খন্দকার, জাবেদ হুসাইন, আশরাফুল ইসলাম টিপু, মোহাম্মদ জাহিদ ও জাবেদুর রহমান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার উপরে গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category