নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জে চরশোলাকিয়া বিএনপি পরিবারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) চরশোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে ১২ সহস্রাধিক সাধারণ মানুষ ও নেতাকর্মীর উপস্থিতিতে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এড জাহাঙ্গীর আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাকের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রুবেলের সার্বিক তত্ত্বাবধানে ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির অর্থ সম্পাদক ও বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহবুবুল আলম, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান মিয়া,জেলা যুবদলের সভাপতি জিএস শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুহুল আমিন রিপন, পৌর বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম তমাল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজিব, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ সাদেক মুকুল, সাংগঠনিক সম্পাদক আশেকুর রহমান আশেকসহ স্থানীয় ও জেলার নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা , বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply