আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ

নিজস্ব  প্রতিনিধিঃ কিশোরগঞ্জে সর্বজন শ্রদ্ধেয় লাখো আলেমের উস্তাদ মরহুম আল্লামা আতহার আলী রহঃ বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এড.ফজলুর রহমান টিভি টকশোতে মিথ্যা ও কটুক্তিমূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) বাদজুমা আল্লামা আতহার আলী রহঃ প্রতিষ্ঠিত ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বারবার দলবদলকারী নেতা এড.ফজলুর রহমানের মিথ্যা ও কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে দলমত নির্বিশেষে আলেম ওলামা তথা কিশোরগঞ্জের তৌহিদী জনতার উদ্যোগে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল করে।
প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি বিএনপি নয় ব্যক্তি ফজলুর রহমানের বিরুদ্ধে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদী মসজিদ প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা বলেন বিভিন্ন সময় বিভিন্ন বক্ত্যবে বিএনপি চেয়ারপার্সনের কথিত উপদেষ্টা বাকশালি পুত্র বারবার দলবদলকারী নেতা আলেম ওলামা তথা ইসলাম ও ধর্মবিদ্বেষী কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে আসছিলেন। সর্বশেষ মরহুম আল্লামা আতহার আলী রহঃ বিরুদ্ধে মিথ্যা ও কটুক্তি মূলক বক্তব্য প্রদান করায় আমাদের ধৈর্যের বাদ ভেঙে দিয়েছেন। আমরা অনতিবিলম্বে এসব কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহারসহ প্রকাশ্য ক্ষমা প্রার্থনার বহবান করছি। সেই সাথে ভবিষ্যতের জন্য হুশিয়ার করছি যেন ভবিষ্যতে এরকম কোন বক্তব্য থেকে তিনি বিরত থাকেন। আর যদি তিনি সংশোধন না হন তাহলে এর চেয়েও কঠিন কর্মসূচী দিয়ে তাকে উচিত শিক্ষা দেবে কিশোরগঞ্জের তৌহিদী জনতা। বক্তব্যে তাঁরা আরো বলেন, তাঁর ফ্যাসিষ্ট আর বাকশালী বক্তব্যে কিশোরগঞ্জে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। সেই সাথে বিএনপির ইমেজ রক্ষায় বিএনপিরও উচিত তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা।
এ সময় কিশোরগঞ্জের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপিঠ জামিয়া এমদাদিয়ার সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ কিশোরদের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category