আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকের ব্যাপারে কোন ছাড়নয়- ওসি কিশোরগঞ্জ মডেল থানা

নিজস্ব প্রতিবেদক : “মাদককে না বলি” ‘ফুলের মত জীবন গড়ি” “নেশা মুক্ত সমাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই” মাদক সেবন ও চোরাবানিজ্যের বিরুদ্ধে” এ স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদরের পুর্ব তারাপাশা পৌর ৭নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রধান অতিথির বক্তব্যে (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাদকের ব্যাপারে কোন ছাড়নয়, মাদকসেবী ও মাদক বিক্রেতার প্রশ্নে কোন তদবির সুপারিশ চলবে না। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করবে। মাদক নির্মুলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলে প্রত্যেক পরিবার, সমাজ সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান জাবেদের সভাপতিত্বে এবং গাজী মাসুদ ও মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার করিম খান নান্নু, কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিটন মিয়া, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আরজু, প্রকৌশলী আমিনুল হোসাইন রনি।
আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন নুরুল ইসলাম মাস্টার, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলাল, সাবেক সেনা কর্মকর্তা এটিএম মোস্তফা প্রমূখ।
এসময় স্থানীয় ও শহরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category