আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে নিকলীতে বিক্ষোভ মিছিল

আলমগীর হোসেন, নিকলী(কিশোরগন্জ): নিকলীতে আজ বৃহস্পতিবার( ২৭ ফ্রেবুয়ারি) সকাল ১১টায় নিকলীর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে চাঁদাবাজি, ছিনতাই ও ধর্ষণ এই অপ্রত্যাশিত ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে নিকলীর প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, নিকলীর মানুষ যেন ধর্ষণ শব্দটাও না শুনে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন,কেউ এমন অপকর্ম করার সাহস যেন না পায় তার জন্য সবসময়ই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বোনদের স্কুল,কলেজ,কোচিং টাইমে এবং রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।সচেতনতা বৃদ্ধি করার জন্য লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বক্তরা আইনশৃঙ্খলার অবণতির কথা উল্লেখ করে বলেন, প্রকাশ্যে,গোপনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্ব, রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে, আপনারা আপনাদের টহল ডিউটির মাধ্যমে সেটা প্রতিহত করুন।

বিভিন্ন নাগরিক সেবার হয়রানির কথা উল্লেখ করে ছাত্র নেতারা বলেন, ইউনিয়ন পরিষদে জন্মসনদ ও উপজেলাতে আইডি কার্ডসহ বিভিন্ন নাগরিক সেবা গ্রহণে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ আসছে। ভুক্তভোগীরা বলেন টাকা দিলে নাকি কাজ আগে হয়ে যায় কিন্তু টাকা না দিলে মাসের পর মাস তাদের অপেক্ষা করে রাখা হয়।নাগরিক সেবা আমাদের অধিকার। যারা নাগরিকদের হয়রানি করে তাদের নিন্দা জানাই। যতদ্রুত সম্ভব নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করুন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছে নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category