আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা

ডেস্ক নিউজ :  জনসাধারণের মাঝে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করেছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)।

২৫ জানুয়ারি ২০২৫ তারিখ মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ক্যাম্পেইনে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এদিন চিকিৎসক, ডিএমএফ, ল্যাব টেকনোলজিস্ট, গ্র্যাজুয়েট নার্স, মিডওয়াইফারি, শিক্ষানবিশ এবং স্টুডেন্ট নার্সদের সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল টিম ১০০ পরিবারের মাঝে সেবা প্রদান করে।
সেবাগ্রহণকারীরা জানান, এ ধরনের ক্যাম্পেইনে সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। তারা ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি গ্রহণের জন্য অনুরোধ জানান। এদিকে এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রধান অতিথি সমাজের বিত্তবানদের সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান।
ক্যাম্পেইনে স্থানীয়দের বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেশার) ও ডায়াবেটিস পরীক্ষা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। এ সময় সোনাদিঘী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক, মোঃ মাইনুল ইসলাম, সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক, কল্যানি মিঙ্জ, এই্চটিআই এর সদস্য নাহিদ হোসেন, ফারিয়া, কোহিনুর, শিমু, ফারজানা, এনামুল, মাহিম, নয়ন, রায়হান, সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এইচটিআই মানবসেবার এক মহান লক্ষ্য নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অন্যতম। অনেক সময় আর্থিক অক্ষমতার কারণে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এই বিষয়টি উপলব্ধি করে এইচটিআই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category