আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী শিশুটিকে নিয়ে বিপাকে পুলিশ, উদ্বিগ্ন প্রশাসন

করিমগঞ্জ প্রতিনিধি :  কিশোরগঞ্জের করিমগঞ্জে এক বাক প্রতিবন্ধী শিশুকে নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে করিমগঞ্জ পৌর এলাকার কলেজ মোড় থেকে শিশুটিকে স্থানীয় লোকজন পুলিশ হেফাজতে দেয়।

৮/৯ বছরের ছেলে শিশুটি বাক প্রতিবন্ধী হওয়ায় নাম ঠিকানা বলতে না পারায় শিশুটিকে নিয়ে বিপাকে রয়েছে পুলিশ।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসন, পুলিশ, সংবাদকর্মী ও জনসাধারণের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রচারণা চালিয়েও রিপোর্ট লেখা পর্যন্ত অভিভাবকের সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার সন্ধ্যার পরে করিমগঞ্জ কলেজ মোড় এলাকায় থেকে বাক প্রতিবন্ধী শিশুটিকে উদ্ধার করে পুলিশ। কথা বলতে না পারায় তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না। বর্তমানে শিশুটি থানায় রয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ  মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, শনিবার রাতে বাক প্রতিবন্ধী শিশুটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে কোনো কথা বলতে না পারায় পরিচয় সনাক্ত করতে ছবি দিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

এদিকে ৩৬ ঘন্টা অতিবাহিত হলেও শিশুটিকে তার মা বাবার কাছে পৌঁছে দিতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বিস্ময় প্রকাশ করেন। তিনি শিশুটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে সংবাদকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category