নিজস্ব প্রতিনিধি : যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কিশোরগঞ্জে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর থেকে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গুরুদয়াল সরকারি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহিদদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সমবেত হন জেলা প্রশাসন ও কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ। ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসক ফৌজিয়া খানের পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এর পর একে একে শ্রদ্ধা জানায় জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কিশোরগঞ্জ প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, গুরুদয়াল সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, নিরাপদ সড়ক চাইসহ জেলার বিভিন্ন সরকারি -বেসরকারি সংগঠন।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিকাল সাড়ে তিনটায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে উদ্বোধন করা হচ্ছে সাতদিনব্যাপী অমর একুশে বইমেলা। উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন পৃথকভাবে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করে।
এদিকে দিবসের কর্মসূচি নির্বিঘ্নে পালন করতে শহিদ মিনার ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply