আজ ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত নেতার মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ

আল আমিন, নরসিংদী প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকালে শহরের শিক্ষা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ করা হয়। এছাড়া একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরে বিক্ষোভ সমাবেশ করে দলটি।

এর আগে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। পরে শিক্ষা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, সেক্রেটারি জেনারেল অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মকবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর ৬ মাস সরকারের কাছে ন্যায় বিচারের আশা ছিলেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। কিন্তু ৬ মাসেও এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয়নি। এ সরকারও ফ্যাসিস্ট সরকারের পথ ধরে হাটছে। অবিলম্বে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। এছাড়া দ্রুত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেয়া দাবি জানানো হয় সমাবেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category