আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইল তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

হুমায়ুন রশিদ জুয়েল : দেশ থেকে মাদক, জুয়া,ইভটিজিংসহ সকল ধরনের দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযানকে অব্যাহত রাখতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ১ নং তালজাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ সাব্বির রহমান সোমবার দুপুর ১২ টায় সাধারণ সেমিনারের মাধ্যমে তালজাঙ্গা ইউনিয়নের খেলার মাঠে বিট পুলিশিং কার্যক্রম এ সভা করেন।

তাড়াইল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান বলেন, জনগণের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমানে প্রতিটি ইউনিয়নে একটি করে বিট শাখা চালু রয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিদিষ্ট কক্ষে একজন অফিসারের অধীনে বিটির কাজ চলবে। এখানে সাধারণ ডায়েরী, অভিযোগ, চলমান মাদক-জুয়া বাল্যবিবাহসহ দূর্নীতিবিরোধী প্রাথমিক কার্য্যাদি সম্পন্ন হবে।

তালজাঙ্গা ইউনিয়নের বিট অফিসার হিসেবে দ্বায়িত্ব দেয়া হয় এস,আই মনির হোসেনকে। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ আলেক, তাড়াইল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ খান লিটন, তাড়াইল উপজেলা যুব দলের আহ্বায়ক শওকত হোসেন সিদ্দিকী বিপ্লব, তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুক কাঞ্চন, সাধারণ সম্পাদক ফখরুজ্জামান, বিএনপি নেতা মাখদুম সাত্তার রুবেল, তালজাঙ্গা ইউনিয়ন বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা জুয়েল পাশা প্রমুখ। এছাড়াও তালজাঙ্গা ইউনিয়নের সুশীল সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় তালজাঙ্গা ইউনিয়ন থেকে মাদক জুয়া বাল্যবিবাহ সকল ধরনের দুর্নীতি প্রতিরোধে জনগণকে তুমুল প্রতিরোধ গড়ে তুলতে আহব্বান করেন তালজাঙ্গা ইউনিয়ন বিট অফিসার মনির হোসেন।তাড়াইল থানার আইন-শৃঙ্লা বাহিনীর এ ধরনের বক্তব্যে তালজাঙ্গাবাসি পুলিশ ডিপার্টমেন্টের প্রতি অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category