আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক লাল সবুজের দেশ ও ক্রাইম ম্যাগাজিন পাক্ষিক অপরাধ জগত এর সেরা সাংবাদিক ও গুণীজন সংবর্ধনা অনুষ্টিত

ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ..

. ঢাকা গুলশান-২,রোড নং-৫০, হোটেল কোয়ালিটি ইন এন্ড রেস্টুরেন্ট এর হল রুমে, ১৭ই ফেব্রুয়ারি,রোজ সোমবার ২০২৫ইং, দুপুর ১২ঃ০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

. উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রফেসর ড. লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও, বিশেষ অতিথি: মোঃ রেজাউল করিম (ডিএজি),এডভোকেট, সুপ্রীম কোর্ট, ঢাকা।বিশেষ অতিথি: মোঃ বোরহান ইবনে রুহুল (সুজন আমিন),চেয়ারম্যান, আমিন গ্রুপ।
. সভাপতিত্ব করেন আলহাজ্ব সোহেল আহমেদ, সম্পাদক ও প্রকাশক, দৈনিক লাল সবুজের দেশ ও পাক্ষিক ম্যাগাজিন অপরাধ জগত। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শিমুল খান।

. ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সম্মেলন, দেশের বিভিন্ন উপজেলা মহানগর, জেলা, বিভাগীয় ব্যুরো,বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, সহকারী সম্পাদক,এর সাংবাদিকবৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়

. যে সকল সাংবাদিকবৃন্দ ক্র্যাস্ট ও সম্মাননা সার্টিফিকেট পেলেন,আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। শাহিন আলম, এমডি সিএনএন বাংলা টিভি । মাসুম বিল্লাহ সুমন,সিটি রিপোর্টর ঢাকা। এম শিমুল খান,বিশেষ সংবাদদাতা। আবুল খায়ের,বিশেষ প্রতিনিধি। মাহবু্ুবুর রহমান খোকন,নরসিংদী প্রতিনিধি। খোরশেদ আলম,জেলা প্রতিনিধি নওগাঁ । বাবুল আক্তার,হেড অফ অপারেশন গ্রীন টিভি। সেকান্দর আলী,অর্থ সম্পাদক। ইনসাফ আলী, গোপালগঞ্জ সংবাদদাতা। কে এম রায়হান,উসমানী নগর প্রতিনিধি। মোশারফ হোসেন নিলু, সরকারি সম্পাদক। সোহাগ আরেফিন ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ। লাবনী রহমান,গোপালগঞ্জ সদর । তৌফিক আহমেদ কৌশিক,সিটি রিপোর্টার ঢাকা। এম এম মুশফিকুর রহমান ইরান, গোপালগঞ্জ সদর । যুবরাজ খান, সংস্কৃতির বিষয়ক প্রতিবেদক। শাহরিয়ার আরিফ,সিনিয়র সাংবাদিক। মোঃ বাবুল মিয়া,জেলা প্রতিনিধি নরসিংদী। মোঃ আবদুর রহমান খান (ওমর) অপরাধ জগত, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদক । আজাদ সাগর, আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদক। শাহিন আলম আশিক, মহানগর প্রতিবেদক ঢাকা। এম এ রহমান মুন্সী,গাজীপুর প্রতিনিধি। সুমন আল মিরাজ,সহকারী সম্পাদক। মাসুম বিল্লাহ, জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ সহ অতিথিবৃন্দদের কে সংবর্ধিত করা হয় ।

. কোরআন তেলাওয়াত করেন রিয়াজ রহমান । সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করা হয়।
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category