আজ ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদীতে ২৫ বছর পর জামায়াতে ইসলামীর বিশাল জনসভার প্রস্তুতি

আল আমিন,নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীতে ২৫ বছর পর আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা জামায়াতে ইসলামীর বিশাল জনসভা। শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া কেন্দ্রিয় সহকারী সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

বুধবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোসলেহ উদ্দিন ও সেক্রেটারি জেনারেল মাওলানা আমজাদ হোসেন।

এ জনসভায় নেতাকর্মীসহ দেড় লক্ষাধিক মানুষের উপস্থিতি নিশ্চিত করাসহ সবধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা জামায়াতে ইসলামী। জনসভাকে ঘিরে যানজট ও জনভোগান্তি যেন না হয় সেদিক বিবেচনায় রেখে প্রশাসনের সাথে সমন্বয় করে জনসভা সফল করার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমির হোসেন, নরসিংদী সদর আমীর মাহফুজুর রহমান ভূইয়া, শহর আমীর আজিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category