নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি শাহিনুল আলম, সাধারণ সম্পাদক গোলাম আযম ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রোববার (২৬ জানুয়ারি) বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের হলরুমে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়।
এতে সভাপতি পিজি হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য ও লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো. শাহিনুল আলম, সাধারণ সম্পাদক পদে বারডেম জেনারেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: মো. গোলাম আযম ও সাংগঠনিক সম্পাদক পদে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: এস.কে.এম. নাজমুল হাসান নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটিতে সহ সভাপতি পদে অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মাহবুবুল আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. মো. সাইফুল ইসলাম এলিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. মো. কামরুল আনাম, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক পদে ডা. তানভীর আহমেদ নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য পদে অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম ও ডা. মো. হারুন অর রশিদকে মনোনীত করা হয়েছে।
পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, আগামী দু’বছর সোসাইটির মাধ্যমে দেশের স্বাস্থ্য চিকিৎসা ও চিকিৎসকদের উন্নতি ও বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনকে আরও গতিশীল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
Leave a Reply