হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে, জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ই জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
আরও উপস্থিত ছিলেন তাড়াইল – করিমগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাইমিন এবং তাড়াইল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃসাব্বির রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত পাল, উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা , মোঃ ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মেহেদী হাসান টিটু ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ছাত্র সমন্বয়ক ইকরাম হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুল হক রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, উপজেলা জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিভিন্ন মিডিয়া সাংবাদিকবৃন্দ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাড়াইল উপজেলার সমন্বয়ক বৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিত মত বিনিময়ের সভায় বক্তব্যে জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, দেশের পরিবর্তনের এসেছে দেশের পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যেকেরই পরিবর্তন আনতে হবে,সেই ক্ষেত্রে প্রত্যেক সেক্টরের বিভাগ থেকে সকলের অবস্থান থেকে দুর্নীতিমুক্ত থেকে ভালো কাজ করতে হবে, তবেই দেশ জাতির উন্নয়ন হবে পাশাপাশি দেশের পরিবর্তন আসবে।তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছেন, সে সকল শহীদ পরিবারের প্রতি গুরুত্ব দিতে হবে এবং তাদের সমস্যা সমাধান করতে হবে। কিশোরগঞ্জ তাড়াইলের যে শহীদ কৃতি সন্তান তার কবরস্থান পাকাকরন করতে হবে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে উক্ত মত বিনিময়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply