আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোরো ধানের উৎপাদন বাড়াতে কিশোরগঞ্জে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জে বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় সোমবার (১৩ জানুয়ারি) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ( প্রশাসন ও অর্থ ) আবু মো. এনায়েত উল্লাহ। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক জিয়াউর রহমান, জেলা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মাহাবুবুর রহমান, জেলা বীজ প্রত্যায়ন বিভাগের উপ-পরিচালক তৌফিক আহমেদ খানসহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কৃষকরা এতে অংশ নেন। কর্মশালায় বোরো মৌসুমে জমিতে পানি সেচ, সার ব্যবস্থাপনা মনিটরিংসহ সহযোগিতা নিশ্চিত করতে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন কৃষি বিভাগের মহাপরিচালক মো. ছাইফুল ইসলাম।
এসময় জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category