নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের তাড়াইলে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৫/৭জন আহত হন।
রবিবার সকালে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসান রতন ইউনিয়নের বানাইল মোড়লবাড়ীর মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আগামী ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে গতরাতে সভাপতি প্রার্থী আলহাজ্ব সারওয়ার হোসেন লিটনের বানাইল বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো: গিয়াস উদ্দিন (৭০)।
সভার সভাপতিকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত আবুল হাসান রতন কিছু মন্তব্য করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
সেই সূত্র ধরে রবিবার সকালে মো: গিয়াস উদ্দিনের ছেলে ও নাতিরা দলবদ্ধভাবে আবুল হাসান রতনের উপর আক্রমণ চালায়, এতে অনেকেই আহত হয়।
আহতদের মধ্যে আবুল হাসান রতনের অবস্থা গুরুতর হলে তাঁকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয়রা আরও জানায়, কাউন্সিলকে কেন্দ্র করে কয়েক দিন ধরে তাড়াইল উপজেলায় সভাপতি প্রার্থী আলহাজ্ব সারওয়ার হোসেন লিটন ও সাইদুজ্জামান মোস্তফা গ্রুপের মধ্যে দলীয় বিরোধ চলছিল। তাছাড়া বানাইলের গিয়াস উদ্দিন ও আবুল হাসান রতন একি গোষ্ঠীর, তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিলো।গিয়াস উদ্দিন ও তার ছেলেদের নামে এর আগেও মার্ডার মামলা রয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমরা শুনেছি একজন নিহত হয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা আজ অথবা আগামীকালকের মধ্যেই দেখবো দলীয় কোন সম্পৃক্ততা রয়েছে কিনা। যদি দলীয় কোন সম্পৃক্ততা থাকে তাহলে সাংগঠনিক ভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
তাড়াইল থানার ওসি মো: সাব্বির রহমান ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, এখন পরিবেশ শান্ত আছে। অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুর ব্যবস্থা গ্রহণ করব।
Leave a Reply