নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরির নিশ্চয়তা নিয়ে কিশোরগঞ্জে উদ্বোধন হলো “স্টার জব কোচিং সেন্টার”।
১১ জানুয়ারি শনিবার, সকাল ১১ টায় জেলা পাবলিক লাইব্রেরির হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্টার জব কোচিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ. কে. নাসিম খান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের ব্যাঞ্চ রিডার মোহাম্মদ শামছুল আলম তুহিন।
প্রতিষ্ঠানটির পরিচালক আরিফুর রহমান আউয়ালের স্বাগত বক্তব্য ও পরিচালক হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম, মৃত্তিকা সম্পদ উন্নয়নের বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম দুলাল, মৃত্তিকা সম্পদ বিভাগের রাকিব রায়হান প্রমুখ।
পরিচালক আরিফুর রহমান আউয়াল তার স্বাগত বক্তব্যে বলেন – কিশোরগঞ্জে এই প্রথম কোন সরকারি চাকুরীর লিখিত, সাঁটলিপি ও কম্পিউটার প্রস্তুতি প্রতিষ্ঠান উদ্বোধন হলো যার নাম “স্টার জব কোচিং সেন্টার”। বিগত দিনে কিশোরগঞ্জ থেকে ঢাকায় গিয়ে এ কোচিং করতে হতো, কিশোরগঞ্জের শিক্ষিত বেকার যুবক যুবতীদের সরকারি চাকুরীর নিশ্চয়তা ও সহযোগিতা করার লক্ষে আমরা সরাসরি ঢাকার শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত গুরুদয়াল কলেজ মোড়ে সিলভিয়া প্যালেসে এ কোচিং সেন্টার চালু করেছি।
নিরিবিলি ও মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সপ্তাহে তিনদিন ক্লাসের মাধ্যমে লিখিত ও সাঁটলিপি ক্লাস গ্রহণ, লিখিত ও এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি, সাপ্তাহিক ক্লাস টেস্ট ও মাসিক পূর্ণাঙ্গ লিখিত ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ, ১ম শ্রেণির কর্মকর্তা দ্বারা ভাইভা গ্রহণের মাধ্যমে পরীক্ষাভীতি দূরীকরণে চাকুরী প্রার্থীরা তাদের যোগ্যতা অর্জন করতে পারে।
এসময় প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকমন্ডলী এবং জেলার বিভিন্ন কলেজের দুইশতাধীক ছাত্র-ছাত্রী ও চাকুরী প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply