নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাসেবা ইবাদতের সামিল। যেমন বিশ্বাসের দিক থেকে ধর্মীয় ইবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি খুশি করে থাকি, তেমনি এ পেশায়ও আল্লাহর নৈকট্য লাভ করা যায় যদি তাতে ব্যবসায়ীক চিন্তা নাথাকে। কিশোরগঞ্জে পল্লী চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা এসব কথা বলেন।
২৫ ডিসেম্বর বুধবার দুপুরে রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশন (আরএমএ)’র আয়োজনে ও অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায়, শহরের পুরানথানাস্থ এ্যাপোলো হেলথ কেয়ার সেন্টারে জেলা আর.এম.এ’র সভাপতি ফিজিওথেরাপিস্ট ও ফার্মাসিস্ট সেলিম জাবেদ এর সভাপতিত্বে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেডিসিন লিভার ও পরিপাক তন্ত্র বিশেষজ্ঞ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের (আরপি) মেডিসিন ডাঃ মুহাম্মাদ আবিদুর রহমান ভূঞা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতাল (মহাখালী ঢাকা)’র মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফজলে রাব্বি খান অনিক, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও আর.এম.এ’র উপদেষ্টা সাংবাদিক শফিক কবীর।
আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে বলেন- চিকিৎসা সেবা হচ্ছে একটি বড় ইবাদত। তেমনি, পল্লী চিকিৎসকগনের উপর দেশ ও জাতি অনেক কিছুই আশা করে, আশা করে অল্প টাকায় স্বল্প সময়ে সঠিক রোগ নির্ণয় করে পরিমাণমতো সঠিক ঔষধ এর ব্যবহার। একজন চিকিৎসকের সঠিক চিকিৎসা যেমন একটি ইবাদত তেমনি আবার একজন চিকিৎসক রোগীদের কাছ থেকে স্বরল বিশ্বাসী হয়ে অধিক মুনাফা ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়াও সবচেয়ে বড় পাপের কাজ। তাই, আপনাদের সাধ্যেরমধ্যে যতটুকু আছে ততটুকুই চেষ্টা চালিয়ে যাবেন।
জেলা আর.এম.এ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যসহ প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন ঔষধের কার্যকরি দিক ও ব্যাবহারবিধির উপর আলোচনা করেন,
অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিশোরগঞ্জের সেলস্ এক্সিকিউটিভ ম্যানেজার ইয়াকুব আলী।
কর্মশালার শেষে উপস্থিত পল্লী চিকিৎসকদের মাঝে রেফেল-ড্রয়ে বিজয়ীদের মাঝে আমন্ত্রিত অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply