নিজস্ব প্রতিবেদক : বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা হিমশিম খাচ্ছেন। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য পণ্যের দাম বাড়াচ্ছেন। কিশোরগঞ্জ সহ সারা দেশে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে স্মারক লিপি প্রদান করেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কিশোরগঞ্জ জেলা কমিটি।
১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে ৬দফা দাবি বাস্তবায়নের লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
এসময় ক্যাবের সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি, কার্যকরি সদস্য সাংবাদিক শফিক কবীর, কবি ও লেখক সাদেক আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
Leave a Reply