আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে নিকলীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

আলমগীর হোসেন, নিকলী (কিশোরগন্জ) প্রতিনিধিঃ

নিকলীতে “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আয়োজনে আলোচনা সভা ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।

নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক বিউটি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা রাষ্ট্র সংস্কার সদস্য সচিব মাসুকুর রহমান জুটন।

কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফিউদ্দিন, নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আলী,
নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সম্পাদক ও প্রযোজক জসিম উদ্দিন, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ের ফরহাদ হোসেন,দিদারুল আলম, শেখ মোবারক হোসাইন সাদী,এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মাসুদ নকীব,শিরিন আক্তার, রিমা আক্তার, জাহানারা অনিমা, ফরিদা আক্তার, মনিরা আক্তার, আবু বক্কর, কনিকা, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও অভিভাবকবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category