নিউজ ডেক্স: বাংলাদেশ অ্যাসোসিয়েশন নর্থ ইস্ট স্কটল্যান্ড ( বিএএনইএস) সম্প্রতি ২৭ অক্টোবর, রোববার আরডো হাউস হোটেল-এ এক স্মরণীয় পুনঃউদ্বোধনী ও সদস্য সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে সম্মানিত অতিথি ও বিশিষ্টজনসহ আবারডিন, এডিনবরা এবং গ্লাসগো থেকে ৩০০ জনেরও বেশি বাংলাদেশি কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার জনাব জিয়াউল হাসান এবং তাঁর টিম, আবারডিনের লর্ড প্রোভোস্ট মিস্টার ডেভিড ক্যামেরন, কাউন্সিল লিডার তৌকির মালিক, কাউন্সিলর ও প্রাক্তন লর্ড প্রোভোস্ট বার্নি ক্রকেট এবং কাউন্সিলর নুরুল হক আলীসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।
বিএএনইএস-এর সেক্রেটারি জনাব আতিক মিয়া এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন এবং বিএএনইএস সভাপতি নূর আহমেদ (সাদিক মিয়া) সেক্রেটারি আতিক মিয়া এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বিএএনইএস-এর সেক্রেটারি আতিক মিয়া তাঁর উদ্বোধনী বক্তব্যে বিএএনইএস-এর নতুন নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং ১৯৭৯ সালে বিএএনইএস-এর প্রতিষ্ঠাতা প্রবীণ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শিশুদের শিক্ষাগত সম্মাননা প্রদান অনুষ্ঠান, যেখানে বিএএনইএস কমিটির নেতৃবৃন্দ এবং লর্ড প্রোভোস্ট ডেভিড ক্যামেরন কমিউনিটির শিক্ষাগত কৃতিত্বের স্বীকৃতি হিসাবে শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এতে সম্মাননা পেয়েছে: ন্যাশনাল ৫-এ জাহরা হুসেইন, আদিয়ান রহমান, সুবহানা উফতি মাহমুদ।
হায়ার/অ্যাডভান্সড হায়ার-এ ফায়েজ রশিদ, সাংগিদ রহমান, মোহাম্মদ মুয়াজ, জারা আমির, বনিতা দাস, সাবিন ওয়াহিদ
প্রথম ডিগ্রিতে – ইভা খাতুন
মাস্টার্স-এ সাইয়েদ ইশায়াত উদ্দিন, আখি রানী দাস ও মিথিলা দেওয়ান।
এছাড়াও ম্যানচেস্টার থেকে আসা সহকারী হাইকমিশনের দল উপস্থিত সদস্যদের পাসপোর্ট-সংক্রান্ত কনস্যুলার সেবা প্রদান করেন, যেখানে কাউন্সিলর নুরুল হক আলী এবং প্রশাসনিক সদস্য ফাহিম আহমেদ রবিন এবং সাইদুর রহমান সেবাটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে অতিথিদের জন্য ছিল সুস্বাদু খাবার ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশনা করেন।
বিশেষ ধন্যবাদ ( বিএএনইএস) এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ- রহমান আলী বাদশা, সৈয়দ আজিম, জাকির হোসেন, সাদিকুর রহমান, আব্বাস উদ্দিন সুজন, আবদুল্লাহ ফেরদৌস নাদিম, ফায়েজ আহমেদ, রফিকুল ইসলাম ও মইনুল কবিরকে, যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠান সফলভাবে আয়োজন ও সম্পন্ন হয়েছে।
Leave a Reply