আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওসমান ফারুককে সংবর্ধনা দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ

নিজস্ব  প্রতিনিধি: বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুককে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ওসমান ফারুকের নিজ বাড়ীতে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল ইসলাম জানু, মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ ইউনিটের প্রতিষ্ঠাতা কমান্ডার একেএম মাহবুবউল আলম, সাবেক কমান্ডার এবি সিদ্দিক, সাবেক ডেপুটি কমান্ডার মো: গিয়াস উদ্দিন, সাবেক সহকারী কমান্ডার মো: রুকন উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।
দীর্ঘ আট বছর পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এবং গতকাল নিজ এলাকায় আসেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category