আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের জাফরাবাদ ভূমি কর্মকর্তার বিচার চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা প্রণব কান্তি ঘোষ এর বিভিন্ন অনিয়ম-দুর্নীতির ও হয়রানির বিচার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ভুক্তভোগী ইউনিয়নবাসী।

সোমবার (২৮ অক্টোবর) সকালে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের জাফরাবাদ আমলীতলা বাজারে ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

অভিযোগে জানা যায়, জাফরাবাদ ইউনিয়ন ভূমি অফিসে নামজারি, জমাভাগ, খাজনা আদায় ও ভূমিসংক্রান্ত সংশোধনের নামে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নেন ভূমি সহকারী কর্মকর্তা প্রনব কান্তি ঘোষ। অনেকের কাছ থেকে টাকা নেয়ার পরও মাসের পর মাস কাজ না করে সাধারণ মানুষকে হয়রানি করছে। গত আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে প্রনব কান্তি ঘোষ আওয়ামীলীগের প্রভাবে মোটা অংকের টাকার বিনিময়ে একজনের খারিজ অন্য জনকে দিয়ে দেন, এমনকি কাগজপত্র ঠিক থাকলেও নানা বাহানায় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন এই কর্মকর্তা।

স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, সরকারের নির্ধারিত ফি ছাড়াও কয়েকগুন বেশি অর্থ নিয়ে থাকেন এই কর্মকর্তা। টাকা নিয়েও ভুক্তভোগীদের মাসের পর মাস ঘুরতে হয়। গরীব ও নিরক্ষরসম্পন্ন কেউ প্রণব কান্তির কাছে গেলে কাগজপত্র ঠিক থাকলেও ভুলভাল বুঝিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন তিনি। তার এই কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে আজ আমরা এই মানবন্ধনে দাড়িয়ে সরকারের কাছে প্রণব কান্তি ঘোষের বিচার দাবী করছি। এসময় বক্তব্য রাখেন, জুয়েল মিয়া, মতিউর রহমান, নূর মোহাম্মদ খোকনসহ আরো অনেকে।

মানববন্ধনে নূর মোহাম্মদ খোকন নামে একজন ভুক্তভোগী জানান, খারিজ টু খারিজ দিতেও সে নামঞ্জুর করে। গরীব মানুষদের কাছ থেকে টাকা নেয়, রাতেও অফিস করে নারী কেলেঙ্কারীর সাথে জড়িত, একবার ধরা পড়ছে এটা নিয়ে বিচারও হয়েছে। আমরা প্রবণ কান্তি ঘোষের বিচার চাই। এসময় মানববন্ধনে জাফরাবাদ ইউনিয়নের শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন।
মানববন্ধন ও স্মারকলিপি প্রধান প্রসঙ্গে করিমগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফারহানা আলী বলেন, স্মারক লিপি আমার উর্ধতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দিবো, তদন্তের মাধ্যমে অভিযোগের ব্যাবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category