নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ফৌজিয়া খান ও নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম।
২৩ অক্টোবর সন্ধ্যায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবযোগদানকৃত জেলা প্রশাসক ফৌজিয়া খান ও নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। জেলা প্রশাসক আরও বলেন, সাংবাদিকদের পদচারণা কিশোরগঞ্জ প্রেসক্লাবকে সবসময় প্রাণোচঞ্চল দেখতে চাই।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদগণ নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তাদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন।
পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দীর্ঘদিনের অচলাবস্থা প্রেসক্লাব ভবন সহ সবকিছুর খোঁজ-খবর নেন ও সহযোগিতার সহিত সকল সমস্যা নিরসনে আশ্বাস প্রদান করেন।
এসময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সভাপতি অ্যাড. শেখ মাসুদ ইকবাল, সহসভাপতি (সহযোগী) অ্যাড.আহসানুল মোজাক্কির, সহ-সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আল আকিল মোকাররম, এড.শাহ আশরাফ উদ্দিন দুলাল, আমিনুল হক সাদী ও কাউছার আহমেদ টিটু, সাংবাদিক সদস্য সৈয়দ আল আকিল মোকাররম, শামছুল আলম সেলিম, মোকাররম হোসেন ভূঞা, সহযোগী সদস্যে অ্যাড. নুরুজ্জামান এবং আজীবন সদস্য প্রবীণ শিক্ষক মোহাম্মদ আলী এবং অনান্য সদস্যগন সহ জেলার বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান গত ১০ সেপ্টেম্বর ডিসি হিসেবে কিশোরগঞ্জ জেলায় যোগদান করেন। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম গত ৩১ আগস্ট কিশোরগঞ্জ জেলায় যোগদান করেন।
এবং গত ৬ অক্টোবর রবিবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
নবাগত জেলা প্রশাসক ও নবগঠিত সাংবাদিক সংগঠনের সাথে এটাই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।
Leave a Reply