হুমায়ুন রশিদ জুয়েল : কিশোরগঞ্জে তাড়াইলে ১৯ অক্টোবর রোজ শনিবার সময় সকাল ১০ টায় তালজাঙ্ঘা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্প্রীতি তালজাঙ্ঘা সংগঠনের আয়োজনে, তালজাঙ্ঘা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এম,এ মান্নান এর সভাপতিত্বে এবং কনসালটেন্ট সেভ দ্যা চিলড্রেন হেলাল উদ্দিন ভূঁইয়ার উপস্থাপনায় এবং শাহ ওয়ালী উল্লাহ জুবায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
এতে লক্ষ্য করা গেছে, উক্ত সংগঠনের যে চিন্তা চেতনা প্রকাশ পায়,
মানুষ মানুষের জন্য, , যেখানে থাকবে না কোনো, কাটাকাটি, মারামারি, হানাহানি, কোন ধরনের দুর্নীতি,থাকবে শুধু ভালোবাসার বন্ধন, সুসম্পর্কের গড়ে উঠবে সম্প্রীতির তালজাঙ্গা অরাজনৈতিক সংগঠন, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে উন্মুক্ত আকাশে বেলুন উত্তোলনের মধ্য দিয়ে সম্প্রীতি তালজাঙ্গা শুভ উদ্বোধন এর সূচনা ঘটে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিতি এবং বক্তব্যে যারা ছিলেন,তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ ভূঁইয়া,তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো:আজিজুল হক খন্দকার, তালজাঙ্গা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজিম উদ্দিন ভূঁইয়া, তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন সাবেরী, বান্দুলদিয়া শাহ আবুল হাসাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুলাল উদ্দিন ভূঁইয়া,তালজাঙ্গা রাজ চন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সককারী শিক্ষক আবুল কালাম আজাদ, আকুবপুর উমেদ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ, আকুবপুর রাজ্জাকিয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ, ওমর ফারুক ওয়াদুদ, সম্প্রীতির তালজাঙ্গা প্রতিষ্ঠাতার সদস্য শরীফ আহমেদ আলেক,মোঃ ফিরোজ খান লিটন, মাজারুল ইসলাম কাজল, মাজহারুল আলম সবুজ, কিশোরগঞ্জ জেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন এবং সম্প্রীতি তালজাঙ্গা সংগঠনের সদস্য বৃন্দ সহ স্কুল ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
এতে দেখা গেছে, তালজাঙ্গা ইউনিয়নের মেধাভিত্তিক ৭৬ জন ছাত্র-ছাত্রীদেরকে মেধাভিত্তিক বৃত্তি প্রদান করা হয়েছে এছাড়াও দুইজন প্রতিবন্ধীদেরকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে, দুইজন রত্নাগর্বাদেরকে ক্রেচ প্রদান করা হয়, মেধাভিত্তিক শিক্ষার্থীদের গলায় মেডেল পরিয়ে অনুষ্ঠানটি শান্তিপ্রিয়ভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply