নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় ও নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ বড়বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে মতবিনিময় ও সংবর্ধনায় অংশ গ্রহণ করেন- সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম ও এম.এ. রাশীদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জরুল করিম আরাফাত, দপ্তর ও প্রচার সম্পাদক হৃদয় আলম খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুল করিম,কার্যকরী সদস্য আনিসুর রহমান আনাস, সমর সরকার ও গৌরাঙ্গ চন্দ্র বর্মন।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির যাদেরকে সংবর্ধনা দেওয়া হয় – সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ সভাপতি অ্যাড. শেখ মাসুদ ইকবাল, যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,কার্যকরী কমিটির সদস্য সৈয়দ আল আকিল মোকাররম, এড.শাহ আশরাফ উদ্দিন দুলাল, আমিনুল হক সাদী ও কাউছার আহমেদ টিটু।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর রবিবার রাতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ নতুন কমিটি গঠন করা হয়।
Leave a Reply