হুমায়ূন রশিদ জুয়েল :”আগামী প্রজন্মকে সক্ষম করি
দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”
এই প্রতিপাদ্যকে ধারণ করে,
কিশোরগঞ্জ তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এতে লক্ষ্য করা গেছে, দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রবিবার (১৩অক্টোবর) সকাল ১০ টায় সময় দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি ড়্যালি তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তা হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে,পরে উপজেলা প্রাঙ্গণে, আলোচনা করা হয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব এর সঞ্চালনায় এবং অতিরক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি ) মোহাম্মদ তৌফিকুর রহমান এর সভাপতিত্বে এই দিবসটি আয়োজন করা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা ফায়ার সার্ভিস কর্মী, উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম গোলাম কিবরিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্কুল কলেজ শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ। বক্তব্য বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। এই দুর্যোগে ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতায় বৃদ্ধির জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হয়ে আসছে।
Leave a Reply