আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কিশোরগঞ্জে কৃষকদের পরামর্শ

নিজস্ব  প্রতিনিধি :  কিশোরগঞ্জ জেলায় চলতি মৌসুমে পঁচাশি হাজার একশত চুয়ান্ন হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। আমন ধানে ইঁদুর এবং পোকামাকড়ের আক্রমণ থেকে জমিকে রক্ষা করার জন্য কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে রোপন পরবর্তী সময় থেকেই পরামর্শ দিয়ে আসছে। সম্প্রতি সময়ে আবহাওয়া প্রতিকূল থাকায় মাজরা পোকার আক্রমণ বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের মধ্যে মাজরা পোকা,বাদামি গাছ ফড়িং এবং পাতা মোড়ানো পোকা দমনে কৃষকদের মধ্যে লিফলেট বিতরণ করে যাচ্ছে।

পাশাপাশি ইঁদুর দমনে কৃষকদের করণীয় বিষয়ে ইঁদুর নিধন কৌশল সম্বলিত লিফলেট কৃষকদের নিকট পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত আবহাওয়া মেঘলা থাকায়, এমন আবহাওয়া পোকামাকড়ের আক্রমণের অনুকূল পরিবেশ হিসেবে কাজ করে। তাই কৃষকেরা যেন সঠিক কীটনাশক সঠিক সময়ে, সঠিক পরিমাণে তাদের জমিতে প্রয়োগ করতে পারেন এ উদ্দেশ্যেই কৃষি বিভাগ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করছে। সার্বক্ষণিক কৃষি পরামর্শ সেবা নিশ্চিত করার লক্ষ্যে উপসহকারী কৃষি অফিসারগণ ছুটির দিনেও মাঠে কাজ করে যাচ্ছেন।
১০ অক্টোবর বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ হোসেনপুর উপজেলায় রোপা আমন ধানের বিভিন্ন মাঠ পরিদর্শনে গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category