নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার চরদেওঘর ফিসারি (জলমহাল) জোর পুর্বক দখল করে নিয়েছে স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি নেতারা, জীবনের নিরাপত্তা ও জীবিকা স্বার্থের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সংখ্যালগু পরিবারের সদস্যরা।
১ অক্টোবর মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি আবাসিক হোটেলের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এমন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাবেক ভাটিনগর মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর সভাপতি অনিতা রানী দাসের স্বামী ও সাবেক সভাপতি রাম চরণ দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ জুন অষ্টগ্রাম উপজেলার চরদেওঘর ফিসারি আমার স্ত্রী অনিতা রানী দাশের নামে ১ বছরের জন্য বরাদ্ধ প্রদান করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক। এরপর থেকেই আমরা ভোগদখল করে আসছি।
গত ৩০ জুলাই অষ্টগ্রাম উপজেলার সদর পুরাতন কোর্ট বিল্ডিং এর সামনে থেকে অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ কমলসহ ৬-৭ জন ব্যক্তি আমি ও আমার স্ত্রীকে পথরোধ করে সোনালি ব্যাংকের চেক বইয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং আলাদা আলাদা ২টি স্ট্যাম্পে আমার এবং আমার স্ত্রীর স্বাক্ষর নেয়। চলে যাওয়ার সময় আমার স্ত্রীর নামে বরাদ্ধকৃত ফিসারি লেখে নেওয়ার হুমকি ও তাদের কথা না মেনে নিলে আমাদেরকে খুন করার হুমকি দেয়।
এই বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর অস্ট্রগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও’র নিকট অভিযোগ দাখিল করে ফেরার পথে অষ্টগ্রাম উপজেলার আওয়ামীলীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ কমল এবং বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ১৫-১৬ জন ব্যক্তি উপজেলা পরিষদ নির্বাহি কার্যালয়ের নিচতালায় আমার ও আমার স্ত্রীর উপর হামলা চালায়। এবং আমাকে ফিসারি পুরাপুরি তাদেরকে লিখে দেওয়ার জন্য হুমকি দেয়, তাদের কথা না শুনলে আমি ও আমার স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এ ব্যাপারে আমি পরদিন ২৯ সেপ্টেম্বর অষ্টগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কোন ব্যাবস্থা গ্রহণ করে নাই। এমতাবস্থায় আমি ও আমার স্ত্রী পরিবারের সদস্যরা রয়েছি আতঙ্কে, যেকোনো সময় ঘটে যেতে পারে আমাদের প্রাননাশ। আজ বাড়ি থেকে বের হওয়ার সময় আমাদের জীবনটা হাতের মুঠোয় নিয়ে এখানে এসেছি। আপনারা (সাংবাদিক) আপনাদের সহযোগিতায় আমাদের জীবনের নিরাপত্তা ও জীবিকার স্বার্থে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অন্যায়ের প্রতিকার ও জীবনে নিরাপত্তা কামনা করছি।
Leave a Reply