আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : ২৯ শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। ‘হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন’ প্রতিপাদ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা আয়োজনে দিবসটি পালন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।
এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা শহরের ইসলামীয়া সুপার মার্কেটের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে মিলিত হয় আলোচনা সভায়।
আলোচনা সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লা।
সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি কামরুজ্জামান জাহাঙ্গীর, সহ-সম্পাদক শরীফ আহমেদ,
কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মোহাইমিন লাক মিয়া, কার্যকরী সদস্য নারায়ণ নাথ ভৌমিক ও হাবিবুল্লাহ বাহার রানা প্রমূখ।


পরে নরসুন্দা রিভার ভিউ ক্লিনিক ও হাসপাতালের আউটডোরে দিনভর আগত হার্টের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
এসময় সংগঠনটির সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ ছাড়াও সাংবাদিক ও অন্যান্য শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category