আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক আতাউস সামাদ ও রুহুল আমিন স্মরণে কিশোরগঞ্জে আলোচনা-দোয়া অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি : কিশোরগঞ্জের কৃতি সন্তান বিবিসি খ্যাত বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১২তম মৃত্যুবার্ষিকী ও সদ্য প্রয়াত প্রতিবাদী সাংবাদিক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজের) সভাপতি রুহুল আমিন গাজী’র শোকান্তে- আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে, কালিবাড়িস্থ থানা মার্কেটের ভোরের আলো সাহিত্য আসরের কার্যালয়ে এ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
শোক সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীর।
আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা, দৈনিক আজকের দেশ পত্রিকার স্টাফ বীর মুক্তিযোদ্ধা ডা: মোঃ ছিদ্দিক হোসাইন, কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শফিউল আলম।
জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আতাউস সামাদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সহসভাপতি তথ্যসংগ্রাহক সাংবাদিক আমিনুল হক সাদী, সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের যুগ্মসম্পাদক হাজী মোঃ আবু সাঈদ, সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ মনির হোসেন, করিমগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক সারোয়ার জাহান, সংস্থার জেলার সদস্য সাংবাদিক মোঃ জাহাঙ্গীর শাহ বাদশাহ, বিভিন্ন সোস্যাল সংগঠনের সংগঠক মোঃ লুৎফুল কবীর, চিন্তক অনুজ কুমার দেবনাথ, শুভার্থী দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া প্রমুখ।
আলোচনা শেষে সাংবাদিক আতাউস সামাদ ও রুহুল আমিন গাজীর আত্মার মাগফিরাত কামনা সহ নিহত, আহত ও নির্যাতিত সকল সাংবাদিকদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category