আজ ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সকল পরিস্থিতি উন্নতির আশ্বাস নবাগত এসপি’র, সহযোগী চাইলেন সাংবাদিকদের

নিজস্ব প্রতিনিধি : দেশের চলমান সকল পরিস্থিতি উন্নতির আশ্বাস ও জেলার সার্বিক আইনশৃংখলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে স্থানীয় প্রায় ৬০জন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় তিনি এ আশ্বাস ও সহযোগিতা চান।
পুলিশ সুপার বলেন, কিশোরগঞ্জ দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। এখানে কাজ করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা ছাড়া জেলা আইনশৃংখলা রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোরগ্যাং নির্মূলসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সংবাদকর্মীদের আন্তরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। এ সময় সাংবাদিকরাও পেশাগত কাজে পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

  • মতবিনিময় সভায় বক্তব্য রাখেন – বাংলাভিশনের জেলা প্রতিনিধি এ কে নাছিম খান, নিউশনের জেলা প্রতিনিধি আলম সারোয়ার টিটু, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার মো.আশরাফুল ইসলাম, টিভি ফোরাম এর সভাপতি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিটের সভাপতি শফিক কবীর, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহমেদ পাপন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন,  দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু প্রমুখ।

অতিরক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস্) মো. আল-আমিন এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম গত ৩১ আগস্ট কিশোরগঞ্জ জেলায় যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category