আজ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পম্পা রানী সাহা করিমগঞ্জ উপজেলায়’ শ্রেষ্ঠ শিক্ষিকা’ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : শ্রেষ্ঠত্বের মুকুটে দুই পালক যুক্ত করলেন শিক্ষিকা পম্পা রাণী সাহা।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এ দুই ক্যাটাগরিতেই কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন পম্পা রানী সাহা ।
শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে দুই পালক। এ তথ্য নিশ্চিত করেছেন করিমগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন।

জানা যায়, ৮ সেপ্টেম্বর সারাদেশের মতো করিমগঞ্জে ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বাছাই করে উপজেলা প্রশাসান। এতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসাবে উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন
লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পম্পা রাণী সাহা।

পম্পা রানী সাহা শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত আছেন। তিনি করিমগঞ্জ পূজা উদযাপন পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক, করিমগঞ্জ মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। স্বামী সুজিত কুমার সরকার একটি বেসরকারি কোম্পানির বিপণন ব্যবস্থাপক হিসেবে কর্মরত। স্কুলে পাঠদানের পাশাপাশি কাব শিক্ষক হিসেবেও ইতিমধ্যে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। স্কাউট উডব্যাজ অর্জনের সাথে সাথে ট্রেইনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। শিক্ষক হিসেবে যেমন অতুলনীয় গৃহিণী হিসেবেও দুই কন্যাসহ চারজনের পরিবার সামলানোর দায়িত্ব পালনেও জুড়ি নেই।

শিল্পকলা, পাঠাগারসহ সৃজনশীল প্রতিষ্ঠান গুলোর সাথে রয়েছে তার আত্মার টান। বড় মেয়ে অদ্রিজা সরকার আরাধ্যা জাতীয় পর্যায়ে নৃত্যে পুরস্কার অর্জন করেন। ছোট মেয়ে আরশী সরকার শ্রদ্ধা সংগীতে জেলা পর্যায়ে পুরস্কার পেয়েছেন।

শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে স্বীকৃতি পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি তার স্কুলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান এ অর্জন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের এবং এর পেছনে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবদান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category