নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ইটনায় ২৮ লাখ টাকা ব্যায়ে একটি দৃষ্টি নন্দন মসজিদ নির্মাণ করে দিলেন, সিলেট বিশ্বনাথের এক লন্ডন প্রবাসী।
মঙ্গলবার (২৭ আগস্ট) উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কেরুয়ালা গ্রামে “কেরুয়ালা বাইতুল মামুর জামে মসজিদ” যোহরের নামাজের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
জানা গেছে, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও গ্রামের মৃত হাজী নুরুজ আলীর পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী লন্ডন প্রবাসী মমিনা খাতুন ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কেরুয়ালা গ্রামে একটি মসজিদ নির্মাণ করে দেন। মসজিদ নির্মাণ ও আনুষাঙ্গিক খরচ বাবদ এখানে ব্যয় হয়েছে মোট ২৮ লাখ টাকা।
মসজিদটি উদ্বোধনের সময় হাজী নুরুজ আলী পরিবারের পক্ষে আব্দুল কাদির, আব্দুল মতিন, মুন্না, আব্দুল হালিম সায়েম, এনাম ও আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ওয়াসিম আমিন জানান, আমাদের এক ভগ্নীপতি কাজল মিয়ার সাথে কাজের সুবাদে বিশ্বনাথের মৃত হাজী নুরুজ আলী পরিবারের পরিচয় হয়। আমাদের গ্রামের মসজিদের দুরবস্থা কথা তিনি তাদের জানান। পরবর্তীতে তাদের পরিবার দানের ২৮ লাখ টাকায় এ মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। আমরা কেরুয়ালা গ্রামবাসী তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদানের ব্যবস্থা করেন।
হাজী নুরুজ আলী পরিবারের আব্দুল কাদির জানান, অনেকেই তো টাকা-পয়সা খরচ করে বিভিন্ন কাজকর্ম করে থাকেন। আমরা তাদের এই মসজিদের দুরবস্থার কথা শুনতে পেরে মৃত হাজী নুরুজ আলী সাহেবের আত্মার মাগফেরাত কামনায় এই মসজিদটি নির্মাণ করে দিয়েছি।
মসজিদের ইমাম মাওলানা মেজবাহ উদ্দিন জুয়েল বলেন, হাদিসের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি এ দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করে দিবে আল্লাহ তাআলা তার জন্য পরকালের একটি ঘর নির্মাণ করে দেবে। আমাদের এই মসজিদটি পরিস্থিতি অনেক খারাপ ছিল। বৃষ্টির সময় পানি পড়তো, মুসল্লিরা নামাজ পড়তে পারতো না। এখন ছাদ ওয়ালা মসজিদ হয়েছে মুসল্লিরা আরামে নামাজ পড়তে পারবে। যারা মসজিদটি নির্মাণ করে দিয়েছে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন।
Leave a Reply