নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জ জেলা শহরের রাস্তায় নেই কোনো ট্রাফিক পুলিশ। সড়কের শৃঙ্খলা রক্ষায় ও পরিস্কারের দ্বায়িত্বে নেমে আসে ছাত্ররা।
দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। মঙ্গলবার (৬আগষ্ট) দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমনটা দেখা গেছে।
গৌরাঙ্গ বাজার মোড়ে দ্বায়িত্ব থাকা শিক্ষার্থীদের মধ্যে রণি আহমেদ, শান্ত, ফাহিম, ত্বনয় ও মোকাররম জানায়, আমরা এ দেশটাকে ভালোবাসি আমাদের শহরের রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নেই ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, রাস্তায় ময়লা আবর্জনা পড়ে রয়েছে। তাই আমরা জেলা শহরের গৌরাঙ্গ বাজার মোড়, একরামপুর, পুরান থানা, কালীবাড়ি মোড় এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে শতাধিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও পরিস্কার পরিচন্নতায় কাজ করছি।
তাদের এই কর্মকাণ্ডে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণিপেশার লোকজন।
Leave a Reply