নিজস্ব প্রতিনিধি ঢাকা : ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় (টিকাটুলি ৪৩ হাটখোলা) ঢাকার প্রধান কার্যালয়ে সংগঠনটির সভাপতি লায়ন নূর ইসলাম, সহ-সভাপতি রেজাউল হাবিব রেজা, যুগ্ম মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু, সাংগঠনিক সম্পাদক এম.এইচ. ও রেজাউল ইসলাম আনুষ্ঠানিক ভাবে কিশোরগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দের হাতে অনুমোদিত নতুন কমিটি হস্তান্তর করেন।
এর আগে সকাল ১১ টা থেকে শিশু কল্যাণ সংস্থার অডিটোরিয়ামে, উপজেলা, জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দের অংশ গ্রহণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে – চ্যানেল আই’এর জয়েন্ট নিউজ এডিটর হাফসা হোসাইন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল হাবীব রেজা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. সিদ্দিক হোসাইন, গুরুদয়াল সরকারি কলেজের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা সন্তান সাকাউদ্দিন আহমেদ রাজন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো : রফিকুল ইসলাম, মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, জেলা ইউনিটের উপদেষ্টা ডা. এম এ হালিম তালুকদার, ব্যাংকার মোতাহার হোসেন, করিমগঞ্জ ইউনিটের উপদেষ্টা শেখ আবুল মনসুর লনুর উপস্থিতিতে, জেলা ইউনিটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. মো: নিজাম উদ্দিন কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটির জন্য সভাপতি হিসেবে দৈনিক বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি শফিক কবির, সাধারণ সম্পাদক হিসেবে আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলীরেজা সুমনের নাম ঘোষণা করেন এবং সর্বসম্মতিক্রমে তা মনোনীত হয়।
Leave a Reply