আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিশোরগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার ৩ জুলাই দুপুরে শহরের রথখোলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। অসুস্থতার কারণে উপস্থিত না থাকায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, জালাল উদ্দিন, নিজাম উদ্দিন নয়ন, রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক বাহার মিয়া বাহার, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু নাসের সুমন, মহিলা দলের সভানেত্রী জেসমিন সুলতানা কবিতা, ছাত্রদল সভাপতি মো: মারুফ মিয়া প্রমুখ।
সমাবেশে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কঠোর হুশিয়ারী বক্তব্যে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি মানে দেশের মুক্তি। তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা আসবেন এমন খবরে জেলার প্রতিটি উপজেলা থেকেই দলে দলে সকল নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে সমাবেশ স্থলে উপস্থিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category