আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরবে ক্ষুদ্র পাদুকা শিল্পের উন্নয়নে বহুমুখী সমবায়ের মতবিনিময় ও তদন্ত অনুষ্ঠিত

ছাবির উদ্দিন রাজু ভৈরব :ভৈরবে ক্ষুদ্রপাদুকা শিল্প উন্নয়ন ব্যবসায়ী প্রস্তাবিত বহুমুখী সমবায় সমিতির মতবিনিময় ও সমবায় কর্মকর্তার তদন্ত কার্যক্রম সদস্যদের নিয়ে অনুষ্ঠিত

গতকাল ২৯ শে জুন শনিবার বেলা ১২ টায় শম্ভূপুর গ্রামে সংস্থার জমিতে এই মতবিনিময় ও সমবায় কর্মকর্তার তদন্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান,
সভায় সমিতি সকল কার্যক্রম কি ভাবে সচল করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংগঠনের সকল নথিপত্র পুঙ্খানুভাবে যাচাই করেন এবং উপস্থিত সকল সদস্যের মতামত গ্রহণ করেন। তিনি একটি এড হক কমিটি গঠন করার পরামর্শ প্রদান করেন, আগামী দিনে আরো স্বচ্ছভাবে সংগঠন পরিচালনা করার জন্য সকলকে আহ্বান জানান।
মেয়াদোত্তীর্ণ ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত থেকে মতামত পেশ করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ নূরুল হক,মোঃ কায়উম সরকার,মোঃ শাফী উদ্দিন,মোঃ সালা উদ্দিন,মোঃ আঃ লতিফ আরপিসি,এডঃ মোঃ মহি উদ্দিন জুয়েল,সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, ডাঃ সেতারা বেগম, মোছাঃ রত্না বেগম,মোঃ বোরহান উদ্দিন, মোঃ বশির আহমেদ,মোঃ তারেক মিয়া,মোঃ মজিবুর রহমান, সমিতি কে কীভাবে আরো সচল করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সমবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান উনার আসার উদ্যেশ্য ও সমবায়ের সদস্যদের কে বিভিন্ন দিকনির্দেশনা গুলি উপস্থাপন করেন এবং একটি এডহক কমিটির মাধ্যমে শক্তিশালী কার্যকরী কমিটির গঠন করে উন্নয়ন মূলক কাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান,মেয়াদোত্তীর্ণ সভাপতি মোহাম্মদ অলিউল ইসলাম অলি প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে না আসতে পারায় মেয়াদোত্তীর্ণ সাধারণ সম্পাদক তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category