ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধিঃ ভৈরবে পুলিশ সদস্য আরিফ হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি ফারুক নরসিংদির রায়পুরা উপজেলার পলাশতুলী গ্রামের নাসির মিয়ার পুত্র । গ্রেফতারকৃতকে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। ভৈরব থানার ওসি মোঃ সফিকুল ইসলামের নেতৃত্বে এসআই আঃ রহমান, এসআই মাহবুব উল্লাহ সরকার, এসআই নাজমুল, এসআই মুকিদুল সহ পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর ব্র্যাক্ষণদীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করেছে । ভৈরব থানা পুলিশ সূত্রে জানাযায় ২০১৭ সালে ভৈরব নাটাল এলাকায় গ্রেফতারকৃত ফারুক তার টিম নিয়ে রাতের বেলায পথচারীদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই কালে ভৈরব ব্রীজ ঘাট এলাকার দায়িত্বে থাকা কনষ্টেবল আরিফ ছিনতাইকারীদের ধরতে গেলে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায় । পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে । এ ঘটনায় ভৈরব থানায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় । এছাড়াও ২০১৬ সালে ফারুকের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে এবং পুলিশ হত্যা কান্ডের আগে একিই বছর ফারুক অস্ত্র সহ ধরা পড়ায় তার বিরুদ্ধে ভৈরব থানায় একটি অস্ত্র মামলাসহ ৩ টি মামলা রয়েছে। পুলিশ আরো জানায় সে ভৈরব শহরের ভৈরবপুর গ্রামে একটি বাড়িতে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালাতো তার পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতুলী গ্রামে।
Leave a Reply