আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তাড়াইলে তিন দিনব্যাপী অর্থনৈতিক শুমারি ২০২৪’র প্রশিক্ষণ শুরু

হুমায়ুন রশিদ জুয়েল তাড়াইল : “অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন

স্মার্ট বাংলাদেশ নির্মাণে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে, সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ তাড়াইলে শুক্রবার সকাল ১০টায় বি,আর, ডিবি ও হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে, দুটি ভ্যানুতে ৭৩ জন তালিকাকারীদের মধ্যে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে ।
এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,
তাড়াইল উপজেলা পরিসংখ্যান জে, এস, এ মোঃ আশরাফুল ইসলাম ও হাসান মোঃ ফরহাদ ভূইয়া , এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ শফিউল আলম অডিটর তাড়াইল উপজেলা হিসাব রক্ষণ।
জানা যায়, উক্ত প্রশিক্ষণের, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো( বিবিএস) দেশের বিভিন্ন আর্থ -সামাজিক ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ ও প্রকাশনার নিমিত্ত বিভিন্ন শুমারি ও জরিপ প্রশিক্ষণে অর্থনৈতিক শুমারির মাধ্যমে বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ কারার ক্ষেত্রে তালিকাকারীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উক্ত প্রশিক্ষণে, সারা বাংলাদেশের ন্যায় তাড়াইল উপজেলা স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category