আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করিমগঞ্জ আমিন সমিতির সভাপতি নজরুল সম্পাদক বিপ্লব

নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আমিন সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান বিপ্লব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) করিমগঞ্জ কলেজ মোড়ে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় আগামী দু’বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
নতুন এ কমিটির নাম পদবি ঘোষণা করেন কিশোরগঞ্জ জেলা আমিন সমিতির সাবেক সভাপতি আব্দুল করিম ভূইয়া।
উক্ত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মো. সেলিম ও মাসুক মিয়া, যুগ্ম সম্পাদক পদে মাসুদ রানা ও কাঞ্চন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে নূরে আলম, সহ-সাংগঠনিক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ূম।

আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সমাজসেবা সম্পাদক ফরজুল ইসলাম দিপু, সাংস্কৃতিক সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক কামাল হোসেন, কার্য্যকরী সদস্য তরিকুল ইসলাম তপন ও রায়হান।
এতে সর্বসম্মতিক্রমে সমিতির উপদেষ্টা পরিষদের আব্দুল করিম ভূইয়া, শাহ্ মনিরুজ্জামান মজিদ, আব্দুল খালেক, ইব্রাহিম খলিল ও খায়রুল ইসলামকে মনোনীত করা হয়।
সম্মানিত উপদেষ্টাগণ করিমগঞ্জ উপজেলা আমিন সমিতির দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে কার্যকরী ভূমিকা পালন করবে এমন প্রত্যাশায় নতুন কমিটির সাফল্য কামনা করেন।
এসময় করিমগঞ্জ উপজেলার অর্ধশত আমিন সহ রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category