আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নিকলীতে নাতীর কোলে চড়ে ভোট দিলেন নূরনাহার

নিজস্ব প্রতিনিধি : ৯০ বছর বয়সী ভোটার নুরনাহার, নাতী সালামের কোলে চড়ে আসেন ভোট দিতে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
২১মে মঙ্গলবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নিকলী মধ্যধামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রয়োগ করেন নূরনাহার।

ভোট দিয়ে নুরনাহার বলেন, ‘আমার বয়স হয়েছে। হাঁটা-চলা ও দাঁড়িয়ে থাকতে পারি না। তাই আমার নাতী সালামের কোলে উঠে ভোট দিয়া আইছি। আর কয়দিন বাঁচি জানিনা, হয়তো এটাই জীবনের শেষ ভোট।’

নুরনাহারকে নিয়ে আসা তার নাতী সালাম বলেন, ‘আমার নানী বয়স্ক মানুষ। বয়সের কারণে অনেক দুর্বল ও অসুস্থ। নানীর খুব ইচ্ছা থাকায় আমি নানীকে কিছুটা রাস্তা রিকসায় ও বাকী পথটুকু কোলে করে নিয়ে এসেছি ভোট দিতে।’
উল্লেখ্য, নিকলী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া জনি (মোটরসাইকেল), মোকারিম সর্দার (আনারস) ও মোহাম্মদ সুমন (কাপপিরিচ)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ (তালা), কাউসারুল আলম (চশমা), মো. তাহের আলী (টিউবওয়েল), রফিকুল ইসলাম ভূইয়া (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন। তারা হলেন জেসমিন আরা বিউটি (হাঁস), রৌশন আক্তার (কলস) ও সুমাইয়া হক শিমু (ফুটবল)।

নিকলী উপজেলায় মোট ভোটার ১ লাখ ২১ হাজার ৮৫২ জন। পুরুষ ৬২ হাজার ১৩১, নারী ৫৯ হাজার ২০, হিজড়া ১ জন। কেন্দ্র ৪৬টি।

সরজমিনে দেখা যায় নিকলীর প্রতিটি কেন্দ্রেই উৎসবমূকর পরিবেশে সুষ্ঠু ও সুন্দর ভোটগ্রহণ চলছে। বেলা ১২ টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category