আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অটো চালককে চেতনানাশক স্প্রে করা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক) ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ ডিবি পুলিশ। এবং ছিনতাইকৃত অটো রিক্সা, ভিকটিমের মোবাইল ফোন, আসামিদের ব্যবহৃত মোটরসাইকেল ও চেতনানাশক ঔষক উদ্ধার করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পুলিশ সুপার।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত কাজিরগাঁও এলাকার মানুন নামের এক অটো চালককে চেতনানাশক ঔষুধ স্প্রে প্রয়োগ করে অটো ছিনতাই করে একটি চক্র। এ ব্যাপারে মামুনের পিতা মো: রিয়াজ উদ্দিন কিশোরগঞ্জ মডেল থানায় তাৎক্ষণিক একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)।
গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বব্রুনাকান্দা গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো: শিপন মিয়া (২৫), কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বোরগাও গ্রামের মো: রতন মিয়ার ছেলে মো; জাহাঙ্গীর আলম (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মাইজহাটি গ্রামের আব্দুল মুসলিম উদ্দিনের ছেলে মো: সিরাজুল ইসলাম (৪২), নান্দাইল থানার মোরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো: অংকুর মিয়া (২৮), একই থানার, মোরাগালা গ্রামের মৃত ফিরোজ খানের ছেলে মো: শাহীন খান (৩২)।
পুলিশ সুপার আরও জানান, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে চৌদ্দশত বাজার থেকে মো: মামুন মিয়ার ব্যাটারী চালিত অটোরিক্সায় শিপন মিয়া ও মো: জাহাঙ্গীর আলম ও অজ্ঞাতনামা আরো একজন যাত্রীবেশে ২৫০ শয্যা সদর হাসপাতালের দিকে রওয়ানা হয়। এ সময় মটরসাইকেল যোগে অপর একজন অজ্ঞাতনামা ব্যাক্তি পর্যবেক্ষণ করতে থাকে। পথিমধ্যে অটোচালক মো: মামুন মিয়াকে চেতনানাশক স্প্রে প্রয়োগ করে জেলা সদরের লতিফাবাদ ইউনিয়নের মায়াকানন পার্কের বিপরীত পার্শ্বে জনতা বাজারগামী পাকা রাস্তার পাশে মাসুমের বাড়ির সামনে ফেলে রেখে অটো ছিনতাই করে নিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরায় ধারণকৃত ছিনতাইকারীর একটি ভিডিও ক্লিপ পেশে ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে অনুসন্ধান শুরু করে অটো ও মটরসাইকেলসহ ৫ ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহতরয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category