নিজস্ব প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের গচিহাটা এলাকায় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ায় ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে জেলার কটিয়াদি উপজেলার গচিহাটা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪ টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর গচিহাটা রেলওয়ে স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিযেছে, উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে এসে উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এর আগ পর্যন্ত ভৈরব-ময়মনসিংহ রোডে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে, এতে কোন হতাহত না হলেও ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
Leave a Reply