আসবনা আর
লেখক ইমরান হাসান,-
আমি বিদায় নিব
ফিরে আসব না আর কখনো,
এ জীবনখানি যদি দিয়ে থাকে; তোমাদের কোন ব্যাথা
করুনার বলে করে দিও ক্ষামা।
আমি বাঁচতে চাই
তোমাদেরই মাঝে,
ভুলগুলো না ধরে
ভালো কোন কর্মের জুড়ে।
আমায় রেখে দিও মনে
ফিরে আর আসা হবে না তোমাদের তরে।
Leave a Reply